সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


কনার বিচ্ছেদের পর ছড়িয়েছে পরকীয়ার গুঞ্জন


প্রকাশিত:
২৬ জুন ২০২৫ ১৭:১৫

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৬:৩৬

ছবি সংগৃহীত

৬ বছর সংসারের পর হঠাৎই সংসার ভাঙার খবর শোনালেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। স্বামী গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে গত ১৬ জুন বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন তিনি।

কনা ও ইফতেখার গহীনের বিচ্ছেদের খবর ভক্তদেরও খানিকটা চমকে দিয়েছে। কারণ দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ শে এপ্রিল বিয়ে করেছিলেন এই জুটি। তাদেরকে সুখী দম্পতি হিসেবেই জানতেন সকলে।

তবুও দু’জনের পথচলা আলাদা হয়ে গেল বিয়ের ৬ বছরের মাথায়।

এদিকে বিচ্ছেদের পর থেকেই কনার পরকীয়ার গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই শিল্পী। যে কারণেই তাদের সংসারে ভাঙন।

যদিও এ বিষয়ে কনা বা সেই শিল্পীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গানের ভুবনে তাদের প্রেম ‘ওপেন সিক্রেট’ বলেই মন্তব্য করেছেন অনেকে। বিষয়টি সংগীতাঙ্গনের প্রায় সবাই জানেন।

এই তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্রের খবর, কনার স্বামী ইফতেখার গহীন চেয়েছিলেন সংসারটি টিকিয়ে রাখতে। এমনকি কনা বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পরেও এক ফেসবুক স্ট্যাটাসে গহীন জানান, তারা এখনও আলাদা হননি।

যদিও কিছুক্ষণ পরেই সেই স্ট্যাটাসটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন তিনি।

এর আগে বিচ্ছেদের খবর জানিয়ে কনা লেখেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে - সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদ ও হয় তারই ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল, এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।’

এই শিল্পী আরও লেখেন, 'আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমেই আমি এতোদূর পর্যন্ত আসতে পেরেছি। তাই আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন।'

প্রসঙ্গত, ২০০০ সালের শুরু থেকে নিয়মিত গান করে যাচ্ছেন কনা। অসংখ্য মিষ্টি গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন তিনি। কনার গাওয়া সবশেষ আলোচিত গান ‘দুষ্টু কোকিল’। শাকিব খানের সিনেমায় এই গানের মধ্যে দিয়ে ভক্তমহলে দারুণ সাড়া ফেলেন তিনি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top