দুই স্ত্রী নিয়ে ফ্যাসাদে শাকিব, দাবি জয়ের
প্রকাশিত:
৪ আগস্ট ২০২৫ ১৫:২৪
আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৭:৪৯

শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে ফের তোলপাড় সামাজিক মাধ্যম। সম্প্রতি আমেরিকার নিউইয়র্কে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে পার্কে ঘুরে বেড়াচ্ছেন এ অভিনেতা। সঙ্গে আছেন সন্তানের মা অভিনেত্রী শবনম বুবলীও।
যদিও এর আগে শাকিব আমেরিকায় যাওয়ার পরেই খবর পাওয়া গিয়েছিল বুবলী সেখানে যাচ্ছেন। ছেলে শেহজাদ খান বীরকে সময় দেওয়ার জন্য শাকিবের আহ্বানে অভিনেত্রী নিউইয়র্ক যাচ্ছেন বলে গণমাধ্যম সূত্রে জানা যায়। তবে কবে যাচ্ছেন কিংবা যাবেন সেই তথ্য গোপন রাখা হয়েছিল। কিন্তু সেই গোপনীয়তা ভেদ করে জানা গেল বুবলী নিউইয়র্কে চলে গেছেন এবং শাকিব খানের সঙ্গে ছেলেকে নিয়ে পার্কে ঘুরে বেড়াচ্ছেন।
এ নিয়ে রোববার (৩ জুলাই) সামাজিক মাধ্যমে শাকিব ও ছেলেকে নিয়ে ঘুরে বেড়ানোর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন বুবলী। আর এই টপিকটিই এখন দেশের বিনোদন অঙ্গনের হট টপিক। ছবিতে দেখা যায়, রুজভেলট আইল্যান্ডের শান্ত পার্কে একসঙ্গে সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী ও তাদের সন্তান বীর।
ঢালিউড এ সুপারস্টারের ছেলে ও ছেলের মাকে নিয়ে পার্কে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ভাইরাল। অনেকেই বলছেন, শাকিব-বুবলী আবারও কাছাকাছি এসেছেন, অতীতের মান-অভিমান ভুলে হয়তো নতুন করে পথচলা শুরু করছেন।
এবার তারকা জুটির সেই মুহূর্ত নিয়ে কথা বলেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তার বক্তব্যে উঠে এসেছে শাকিবের দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী— এ দুই সম্পর্কের মাঝে দায়িত্ব পালনের চেষ্টায় নায়কের ‘ফেঁসে যাওয়া’র বিষয়টি।
সামাজিক মাধ্যমে একটি পোস্টে জয় লিখেছেন—শাকিব খানের দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন— দায়িত্ব পালন করলেও কাউকেই খুশি করতে পারছেন না।
তিনি বলেন, কারণ অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না, সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব। তিনি যত বড় স্টার, তত বড় মেধাবী না। আবার আমি যত মেধাবী তত বড় স্টার না বলে জানান এ উপস্থাপক।
তবে শুধু জয় নন, শাকিবভক্তরাও মনে করেন, নায়ক যাই করেন সবটাই সন্তানদের মুখের দিকে তাকিয়ে। বাবা হিসেবে সন্তানদের প্রতি অসম্ভব স্নেহশীল তিনি। কোনোভাবেই যাতে ভাঙা দাম্পত্যের প্রভাব সন্তানদের ওপর না পড়ে, তা নিশ্চিত করতেই সাবেক দুই স্ত্রীর সঙ্গেই সৌজন্য সম্পর্ক বজায় রেখে চলেছেন তিনি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: