সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


কসমেটিক সার্জারি করিয়েও কেন স্বীকার করে না, তামান্নার কড়া জবাব


প্রকাশিত:
৪ আগস্ট ২০২৫ ১৯:০৬

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ২১:২৯

ছবি সংগৃহীত

বলিউডে নায়িকাদের সৌন্দর্য নিয়ে চিরকালই চলেছে আলোচনা—কখনও প্রশংসা, তো কখনও কড়া সমালোচনা। তবে কসমেটিক ট্রিটমেন্ট বা সৌন্দর্য বৃদ্ধির জন্য নানা প্রযুক্তির ব্যবহার নিয়ে সাম্প্রতিককালে যে বিতর্ক দানা বেঁধেছে, তার কেন্দ্রে এখন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, “সিনেমার জগতের কারও সঙ্গে কিছু হলেই, সেটা নিয়ে আলোচনার ঝড় ওঠে। কারণ মানুষ মিডিয়াতে থাকা ব্যক্তিদের জীবন সম্পর্কে কিছু জানে, তাই তাদের নিয়েই কথা বলে। কিন্তু এমন অনেক মানুষ আছে, যাদের জীবন সম্পর্কে কেউ কিছু জানে না, কোনোদিন জানবেও না। এসব নিয়ে আলোচনা করেই থেমে যাই আমরা, তাতে কোনো সমাধান হয় না।”

তামান্না আরও বলেন, এখনকার প্রজন্ম, বিশেষত জেন-জি, কসমেটিক প্রসিডিওরের ব্যাপারে অনেক বেশি খোলামেলা। যারা এই ধরনের ট্রিটমেন্ট নেয়, তারা এখন খোলাখুলি বলতেও পারে। কিন্তু অনেকেই আছেন যারা জাজমেন্টের ভয়ে মুখ খোলেন না। কেউ কিছু বললেই তাদের দিকেই আঙুল তোলা হয়... সমাজের একটা বড় অংশ আছে যারা তারকাদের চেহারা নিয়ে সারাক্ষণ বিচার করতে ভালোবাসে। এতটা জাজমেন্টের মধ্যে দিয়ে কেউ যেতে চায় না।

এই প্রসঙ্গে তিনি বলেন, “সবাই তাদের জীবন নিয়ে স্বাচ্ছন্দ্য না, সবারই নিজস্ব স্পেস থাকে। আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে তো সেই সমালোচনার মাত্রা আরও বেশি।”

প্রসঙ্গত, ২৭ জুন রাতে মুম্বাইয়ে নিজ বাসভবন থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় শেফালি জরিওয়ালাকে। প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও, পরবর্তীতে সূত্র মারফত জানা যায় যে অভিনেত্রী গ্লুটাথায়োন ইনজেকশন নিচ্ছিলেন, যা অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। ওই ইনজেকশনের প্রভাবেই মৃত্যুর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকেরা।

অন্যদিকে, তামান্না ভাটিয়া এবার দেখা দেবেন সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘ভান: ফোর্স অফ দ্য ফরেস্ট’-এ। বলাজি মোশন পিকচার্স এবং টিভিএফ প্রযোজিত এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্মটি মুক্তি পাবে আগামী মে মাসে।

তামন্না আরও জানান, ছোটবেলায় তিনি মনে করতেন 'ছিপছিপে শরীর' মানেই 'সুন্দর'। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে শিখেছেন, সৌন্দর্য বা আত্মসম্মান কেবল শরীরের মাপে আটকে থাকে না।

অভিনেত্রী বলেন, একটা সময় ছিল যখন আমি ভাবতাম ছিপছিপে চেহারা হলেই আমি সুন্দর। কিন্তু পরে বুঝলাম, ওটা আসলেই আমাকে ভাল অনুভব করাত না। সুন্দর লাগার অনুভূতি আসলে আমার ওজনের ওপর নির্ভর করে না।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top