বুধবার, ৬ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


অক্ষয়-প্রিয়াংকার প্রেমে বাড়ি ছেড়ে চলে যান টুইঙ্কেল!


প্রকাশিত:
৬ আগস্ট ২০২৫ ১১:১০

আপডেট:
৬ আগস্ট ২০২৫ ১৩:৪৮

ছবি সংগৃহীত

বলিউড পরিচালক সুনীল দর্শন অনেক দিন পর অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের সম্পর্ক নিয়ে কথা বললেন।

সম্প্রতি সুনীল দর্শন আসন্ন সিনেমা ‘আন্দাজ ২’ নিয়ে কথা বলার সময় এ দুই তারকার ব্যক্তিগত জীবনের কিছু অজানা তথ্য তুলে ধরেন।

এক সাক্ষাৎকারে সুনীল দর্শন তার পরিচালিত ‘বরসাত’ সিনেমার পুরোনো দিনের স্মৃতিচারণা করেন। তিনি ‘বরসাত’ সিনেমার জন্য প্রিয়াংকা ও অক্ষয়কে নিয়ে একটি গানের শুটিংও শুরু করেন। কিন্তু ব্যক্তিগত জীবনের সমস্যার কারণে মাঝপথেই অক্ষয়কে বাদ দিতে বাধ্য হন সুনীল।

পরিচালক বলেন, ‘অক্ষয় আমাকে বলেছিলেন— তাদের মধ্যে কিছু ব্যক্তিগত সমস্যা রয়েছে এবং তিনি জানতে চেয়েছিলেন যে তাদের দুজনকে নিয়ে সিনেমাটি তৈরি করা যাবে কিনা।

সুনীল দর্শন বলেন, আমি মনে করি বিবাহিত পুরুষদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। কিন্তু মানুষ ভুল করে থাকে। প্রযোজকের নিয়তি হলো, সেই ভুলের ক্ষতিপূরণ করা। এ ঘটনার দায় আমি প্রিয়াংকার ওপর চাঁপাতে চাই না।

এ নির্মাতা বলেন, অক্ষয় তাকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে এ বিকল্পটি দিয়েছিলেন, তাই তিনি অক্ষয়কে ছাড়াই সিনেমাটি করার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, এক সময় অক্ষয় তাকে ১০০ সিনেমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ৬-৭টি সিনেমা করার পর তার মধ্যে পরিবর্তন আসে।

উল্লেখ্য, ২০০৫ সালের পর থেকে পরিচালক সুনীল দর্শন আর অক্ষয় কুমারের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। এমনকি অক্ষয়-প্রিয়াংকার প্রেমের গুঞ্জন শুরু হলে টুইঙ্কেল খান্না বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন বলেও তিনি আগে জানিয়েছিলেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top