বৃহঃস্পতিবার, ৭ই আগস্ট ২০২৫, ২৩শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


সিনেমা মুক্তির খবর জানেন না নায়ক, পরিচালক বললেন প্রযোজক ‘মাতব্বর’


প্রকাশিত:
৭ আগস্ট ২০২৫ ১২:৫৪

আপডেট:
৭ আগস্ট ২০২৫ ১৫:৫৫

ছবি সংগৃহীত

সিনেমা হলে মুক্তির প্রচলন থাকলেও মাস দুয়েক আগে সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘জলরঙ’মুক্তি পায় ওটিটি মাধ্যমে। এবার ছবিটি আসছে হলে। আগামীকাল শুক্রবার থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।

গতকাল বুধবার সিনেমার ট্রেলার প্রকাশ করে মুক্তির কথা জানান প্রযোজক দেলোয়ার হোসেন দিলু।
তবে নিজের সিনেমা মুক্তির খবর জানেন না অভিনেতা সাইমন সাদিক। সামাজিক মাধ্যমে একটি পোস্টে বিষয়টি জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা।নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘ভাই আপনার তো শুক্রবার সিনেমা মুক্তি,আপনার অনুভূতি কী?
আমি তো জানি না ভাই!
কী বলেন?
আমাকে কেউ বলে নাই তো!!
কি ভাবছেন?
ভাবছি,মানুষের রঙ বদলায় নাকি জলের গায়ে রঙ লেগেছে........!’

এ প্রসঙ্গে খুদে বার্তার মাধ্যমে ঢাকা মেইলকে সাইমন জানান, ‘জলরঙ’মুক্তির বিষয়ে তিনি কিছু জানতেন না। তিনি বলেন, ‘‘শুনলাম শুক্রবার নাকি ‘জলরঙ’মুক্তি।’’

সাইমনের মতো অবস্থা নির্মাতা কবিরুল ইসলাম রানারও। সংবাদমাধ্যমকে জানান, সোশ্যাল মিডিয়া থেকে ‘জলরঙ’ মুক্তির খবর পেয়েছেন তিনি। বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে ঢাকা মেইলকে পরিচালক বলেন, ‘সিনেমা সেন্সর পেয়ে গেলে প্রযোজক মাতব্বর হয়ে যায়। তখন পরিচালকের কাছে তেমন শোনার প্রয়োজন মনে করে না। এখানেও সেরকম মনে করতে পারেন। তবে আমি মনে করি মুক্তির কমপক্ষে এক মাস আগে পরিচালক, অভিনয়শিল্পীদের সঙ্গে প্রযোজকের বসা উচিত ছিল। কেননা সিনেমার প্রচারণার একটি বিষয় আছে। এভাবে প্রচারণা ছাড়া সিনেমা মুক্তি ছবির জন্য ক্ষতিকর।’

সময়টা সিনেমা মুক্তির উপযুক্ত না উল্লেখ করে নির্মাতা বলেন, ‘তাছাড়া দেশের পরিস্থিতি এখন অস্থিতিশীল। এই মুহূর্তে সিনেমা মুক্তি দেওয়া কতটা যুক্তিযুক্ত সেটাও ভাবা উচিত ছিল।’

এদিকে শোনা যায় সিনেমার সঙ্গে যুক্ত অনেকের পারিশ্রমিক বকেয়া রয়ে গেছে। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমার মনে হয় সিনেমা মুক্তির পর প্রযোজক বিষয়গুলো দেখবেন। শিল্পীদের বকেয়া পারিশ্রমিক শোধ করবেন।

ওটিটি মাধ্যম থেকে সিনেমা হলে ‘জলরঙ’— পরিচালক বলেন, ‘ওটিটি মাধ্যমটি তেমন জনপ্রিয় না হওয়ায় সিনেমাটি দর্শকের কাছে পৌঁছাতে পারেনি। তাছাড়া নিয়ম অনুযায়ী অনুদানের সিনেমা নূন্যতম ২০টি হলে মুক্তি দিতে হয়।’ তবে কি নিয়ম রক্ষায় সিনেমা হলে যাচ্ছে ছবিটি— জানতে চাইলে রানা বলেন, ‘আমি সেরকম মনে করি না। কেননা একজন পরিচালক সিনেমা বানান দর্শকের জন্য। তিনি চান ওটিটি, হল, ইউটিউব— সকল মাধ্যমেই দর্শক তার সিনেমাটি দেখুক। এখানেই সেই প্রত্যাশা আমার।’

বিষয়গুলো নিয়ে কথা বলতে প্রযোজক দেলোয়ার হোসেন দিলুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি। খুদে বার্তা পাঠিয়েও মেলেনি উত্তর।
২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় ‘জলরঙ’। মানব পাচারের গল্পে নির্মাণ করা হয়েছে। ২০২৩ সালে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলেও দুই বছর পর কোরবানির ঈদে প্রচার ছাড়াই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পায় ছবিটি।

সাইমন ছাড়াও ‘জলরঙ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, উষ্ণ হক, মাসুম আজিজ, ফারজানা সুমি, ফারজানা রিক্তা, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, জয়রাজ, এলিনা শাম্মি, খালেদা আক্তার কল্পনা, রাশেদা চৌধুরী প্রমুখ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top