বিয়ে করছেন উরফি জাভেদ!
প্রকাশিত:
৯ আগস্ট ২০২৫ ১৬:৫৮
আপডেট:
৯ আগস্ট ২০২৫ ২১:৫০

নিয়মিত অর্ধনগ্ন ছবি প্রকাশ করে নিয়মিত খবরের শিরোনাম হন উরফি জাভেদ। এ নিয়ে কম সমালোচনার শিকার হন না তিনি। যদিও সেসবে তিনি তোয়াক্কা করেন না। বরং সেসব সমালোচনায় অনুপ্রাণিত হয়ে আরও বেশি খোলামেলা ছবি প্রকাশ করেন।
মূলত এসব কারণে সংবাদের শিরোনামে থাকেন উরফি। তবে এবার এই বিতর্কিত অভিনেত্রীর খবরের আসার কারণ ভিন্ন। সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠছে বিয়ের পিঁড়িতে বসছেন উরফি। এরপরই নেটিজেনদের প্রশ্ন, পাত্র কে?
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, উরফির হবু স্বামী নাকি দিল্লিনিবাসী শিল্পপতি। উরফি আর তিনি নাকি দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন। তবে জানা গেছে, উরফি ভাইরাল হতে ভালোবাসলেও তাঁর প্রেমিক তথা হবু স্বামী একেবারেই প্রচারবিমুখ। একসঙ্গে কখনই তাই ধরা দেননি তারা ক্যামেরার সামনে।
বলে রাখা ভালো, কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় উরফির চেহারা বদলে যাওয়ার ফলে বেশ সমালোচনায় পড়েছিলেন। উরফির সে ভিডিও দেখে রীতিমতো চোখ কপালে উঠেছিল সবার।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: