বুধবার, ১৩ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


‘আন্ধার’-এ তুষি, ‘দম‘-এ পূজা চেরি!


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২৫ ১৭:৩৫

আপডেট:
১৩ আগস্ট ২০২৫ ১৯:২০

ছবি সংগৃহীত

সাম্প্রতিক সময়ে শোবিজ অঙ্গনে জোর আলোচনায় রয়েছে নির্মাতা রায়হান রাফীর আসন্ন সিনেমা ‘আন্ধার’ এবং রেদওয়ান রনির ‘দম’। ২০২৩ সালের ডিসেম্বরে ‘দম’ ছবির নাম ঘোষণা করা হয়েছিল। সে সময় জানান হয়েছিল রনির নতুন সিনেমায় থাকবেন চঞ্চল চোধুরী। পরে যুক্ত হন আফরান নিশো। অজানা ছিল নায়িকার নাম।

অন্যদিক সদ্য ঘোষণা দেওয়া রাফীর আসন্ন ‘আন্ধার’ সিনেমায় কাজ করার ব্যাপারে সম্মতি জানিয়েছেন ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদ। সিয়াম ছাড়াও এ সিনেমায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। একাধিক সূত্রের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম নিশ্চিত করেছে, ‘আন্ধার’ ছবিতে নায়িকা হিসেবে থাকছেন অভিনেত্রী নাজিফা তুষি।

সূত্রটি আরও জানিয়েছে, ইতোমধ্যে তুষিকে চূড়ান্ত করা হয়েছে। এর আগে তিনি ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ ছবি দুটির মাধ্যমে বড়পর্দায় নজর কেড়েছেন।

রায়হান রাফীর ‘আন্ধার’ ছবিতে কাজের বিষয়ে গণমাধ্যমকে তুষি বলেন, ‘আর্টিস্ট চাইলেই অনেক কিছু বলতে পারে না। তাঁদের অনেক নিয়মের ভেতর থাকতে হয়। আমি আপাতত কিছু বলতে পারবো না। যা বলার জানার টিম এবং ডিরেক্টর থেকে জানতে হবে, কিংবা তারা বলবেন।’

এদিকে জানা গেছে, বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, জর্দান এবং কাজাখস্তানের বিভিন্ন লোকেশনে শুটিং হবে রনি আসন্ন সিনেমা ‘দম’। সিনেমাটিতে নায়িকা হিসেবে কে থাকছেন তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি। তবে সূত্রের খবর সিনেমাটিতে নায়িকা হিসেবে থাকছেন ঢালিউড নায়িকা পূজা চেরি। যদিও এ বিষয়ে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো খবর পাওয়া যায়নি।

সূত্রের বরাতে গণমাধ্যম নিশ্চিত হয়েছে ‘দম’ সিনেমার জন্য পূজা চেরির সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের কথা প্রায় পাকাপাকি। তবে ভিন্ন কথা শুনিয়েছেন সিনেমাটির পরিচালক রেদওয়ান রনি।

নির্মাতার বলেন, “দম সিনেমার নায়িকা এখনও চূড়ান্ত করিনি। অডিশনের একটি ব্যাপার রয়েছে। সেখান থেকেই নায়িকা নির্বাচন করা হবে। তবে নায়িকা সিলেকশনের চেয়ে এখন আমরা গল্প ও শুটিং লোকেশনের বিষয় গুরুত্ব দিচ্ছি। আসছে সেপ্টেম্বর কিংবা অক্টোবরে ‘দম’ সিনেমার দৃশ্যধারণ করার কথা ভাবছি। এ কারণে লোকেশন নিয়ে বেশি ভাবতে হচ্ছে, নায়িকা না।”

বলে রাখা ভালো, ‘২২১ বি’ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে রাফীর ‘আন্ধার’ সিনেমাটি। এর চিত্রনাট্য ও গল্প লিখেছেন অর্থহীন ব্যান্ডের সংগীতশিল্পী সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী। ছবিটির মাধ্যমে ভৌতিক গল্প বলবেন নির্মাতা রাফী। অন্যদিকে আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে রেদওয়ান রনির ‘দম’ সিনেমাটি। সত্য ঘটনার অনুপ্রেরণায় গড়ে উঠেছে ‘দম’ সিনেমার গল্প।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top