নুসরাতকে ‘মুসলিম জাতির কলঙ্ক’ বলে কটাক্ষ
প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৫ ১৬:৪৩
আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ২১:২২

ফের বিতর্ক জড়ালেন টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। সম্প্রতি অভিনেত্রীকে ঘিরে ধর্মীয় ও সামাজিক ইস্যুতে সমালোচনার ঝড় ওঠেছে। সামাজিকমাধ্যমে ‘মুসলিম জাতির কলঙ্ক’ বলে কটাক্ষ করতে দেখা গেছে।
নুসরত মুসলিম হলেও বিয়ে করেছেন যশ দাশগুপ্তকে। সে কারণে দুর্গাপুজো থেকে ইদ সবটাই পালন করেন তিনি। জন্মাষ্টমীর দিন বাড়িতে শ্রী কৃষ্ণের আরাধনার ছবি প্রকাশ্যে আসতেই অভিনেত্রীকে কটাক্ষ করেন নেটিজেনদের একাংশ।
মুসলিম হয়েও হিন্দুদের উৎসবে কেন অংশ নিয়েছেন তিনি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রীর অনুরাগীরা। পোস্টের মন্তব্যের ঘরে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। একজন লিখেছেন, ‘এত ঘটা করে ইদও পালন করতে দেখি না।’ অন্য একজন লেখেন, ‘মুসলিম জাতির কলঙ্ক।’ একজন অভিনেত্রী ধর্মে নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, আপনি কি মুসলিম নন?
যশ ও নুসরত দুইজনের বাড়িতে জন্মাষ্টমীর পুজো আয়োজন করেছিলেন। লাল কাপড়ে সাজানো শ্রী কৃষ্ণ, পাশে দোলনায় দুলছেন গোপাল ঠাকুর। পুজোর জায়গা সাজানো ফুল দিয়ে, সামনে থরে থরে মিষ্টি, ভোগ। সেই জায়গায় বসে ছবি তুলেছেন নুসরত।
যদিও কটাক্ষের বিষয়ে কোনো মন্তব্য করেননি নুসরাত। গত বছর দূর্গা পুজোর দশমীতে সিঁদুর খেলা ও সিঁথিতে সিঁদুর পরা নিয়েও ট্রোলের মুখে পড়েছিলেন তিনি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: