সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


বডি শেমিং কাণ্ড

স্লিম ফিগারের বাইরেও সৌন্দর্য আছে— বললেন দুরেফিশান


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২৫ ১৮:১২

আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ২১:৪২

ছবি ‍সংগৃহিত

শোবিজে টিকে থাকার জন্য শারীরিক গড়ন বা ফিগার ঠিক রাখা জরুরি—এমনটাই যেন অলিখিত নিয়ম। কিন্তু সেই চিরাচরিত ধারণাকে বুড়ো আঙুল দেখালেন ললিউডের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ফিটনেস মানে কৃত্রিমভাবে রোগা হওয়া নয়, বরং ভেতর থেকে সুস্থ আর আত্মবিশ্বাসী থাকা।

দুরেফিশান তার স্বাভাবিক শারীরিক গড়ন নিয়েই খুশি। তিনি পাকিন্তানি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি কখনোই মনে করিনি যে ইন্ডাস্ট্রির জন্য আমাকে নিজেকে বদলাতে হবে। আমার চেহারা বা ফিগার নিয়ে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু সেসবে আমার আত্মবিশ্বাস কখনো নড়বড়ে হয়নি।’

অভিনেত্রী জানান, ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াইটা সহজ ছিল না। প্রায়শই সহকর্মীদের কাছ থেকে নানা কটাক্ষ শুনতে হয়েছে। তবুও তিনি নিজের প্রতি সৎ ছিলেন এবং তথাকথিত সৌন্দর্যের মাপকাঠিতে নিজেকে মাপতে চাননি। তার মতে, পাকিস্তানের বেশিরভাগ নারীর শারীরিক গঠন তার মতোই, আর তাই তিনি চান তার চরিত্রগুলো যেন বাস্তব জীবনের নারীদের প্রতিচ্ছবি হয়।

তিনি বলেন, ‘অনেকেই আমাকে বলেন, আমাকে নাকি অভিনেত্রীর মতো লাগে না, বরং সাধারণ একজন নারীর মতো দেখায়। এটা যখন শুনি, তখন মনে হয় আমি ঠিক পথেই আছি। কারণ, দর্শকরা তাদের নিজেদের প্রতিচ্ছবি পর্দায় দেখতে পান, আর এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।’

দুরেফিশান প্রশ্ন রাখেন, ‘নাটকে আমরা সব ধরনের প্রেমের গল্প দেখাই, কিন্তু অভিনেত্রীদের কেন এক নির্দিষ্ট ছাঁচে ফেলা হয়?’ তিনি মনে করেন, বিনোদন জগতে এখনো পুরনো ধ্যানধারণাগুলো রয়ে গেছে। তবে শৈশবে পরিবার থেকে পাওয়া ইতিবাচক পরিবেশ তাকে এসব চাপ থেকে দূরে রেখেছে। তার পরিবার কখনো তার চেহারা বা পোশাক নিয়ে সমালোচনা করেনি, যা তাকে নিজের মতো করে বেড়ে উঠতে সাহায্য করেছে।

দুর-ই-ফিশানের এই সাহসী মন্তব্য এখন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেক নারীই তার কথায় নিজেদের জীবনের প্রতিফলন খুঁজে পাচ্ছেন। তিনি প্রমাণ করে দিলেন, সৌন্দর্য কোনো নির্দিষ্ট গড়নে সীমাবদ্ধ নয়, আর আত্মবিশ্বাসই একজন মানুষকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তোলে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top