টানা বর্ষণে প্লাবিত মুম্বাই, ডুবে যাচ্ছে অমিতাভ বচ্চনের বাড়ি!
প্রকাশিত:
২০ আগস্ট ২০২৫ ১২:৪২
আপডেট:
২০ আগস্ট ২০২৫ ১২:৪৪

টানা বর্ষণে প্লাবিত মুম্বাই শহর। পানিবন্দি নিচু থেকে উঁচু তলার মানুষ। ছাড় পাননি বলিউড মহা তারকা অমিতাভ বচ্চন। প্রবল বর্ষণে প্রায় ডুবে গেছে তার বাড়ি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জলসা ছাড়াও বিগ-বির আরও দুটি বাড়ি রয়েছে জুহুতে। এরমধ্যে প্রতীক্ষা নামের বাড়িতে বাস বচ্চনকন্যা শ্বেতার। উপহার পেয়েছিলেন বাবার থেকে। এই বাড়িটি পানিতে ডুবু ডুবু প্রায়। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিও।
ওই ভিডিওতে দেখা গেছে, অমিতাভের সাধের বাংলোয় ঢুকেছে পানি। প্রায় ডুবে যাওয়ার উপক্রম। ভিডিও নিয়ে অমিতাভ কিছু না বললেও ভক্তদের চিনতে বাকি নেই এটি প্রতীক্ষা।
বলিউডকে বিদায় জানাচ্ছেন অমিতাভ বচ্চন!
বলে রাখা ভালো, মুম্বাই শহরে অমিতাভের প্রথম কেনা বাড়ি প্রতীক্ষা। ১৯৭৬ সালে ‘শোলে’ ছবির সাফল্যের পর কিনেছিলেন। এখানেই জন্ম অভিষেক-শ্বেতার। তাই এটি শুধু বাড়ি না, এর সঙ্গে জড়িয়ে আছে বচ্চন পরিবারের বহু স্মৃতি।
সম্প্রতি বাড়িটি মেয়েকে উপহার দেন বচ্চন। এ নিয়ে পরিবারের মধ্যে কম জলঘোলা হয়নি। আনুমানিক ৫০ কোটি মূল্যের বাড়ির নাম প্রতীক্ষা রেখেছিলেন অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন।
এসএন/রুপা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: