ওইদিনই সব শেষ করে দিয়েছি : অপু বিশ্বাস
প্রকাশিত:
২০ আগস্ট ২০২৫ ১৫:৫২
আপডেট:
২০ আগস্ট ২০২৫ ১৭:৫৭

ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস; দুই দশকের ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। তবে বর্তমানে পর্দার ব্যস্ততা থেকে অনেকটাই আড়ালে রয়েছেন এই নায়িকা। কিন্তু, তাও তার ভক্ত অনুরাগীদের সংখ্যা কমেনি। তবে, এই নায়িকার ক্যারিয়ার নিয়ে না যতটা আলোচনা, তার চেয়ে বেশি আলোচনা তার ব্যক্তিজীবন ঘিরে।
বলা বাহুল্য, ভক্তমহলে অপু বিশ্বাসকে নিয়ে সবসময়ই কমবেশি চর্চা থাকে তুঙ্গে। বিশেষ করে, মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে তিনি।
সম্প্রতি শাকিব খানের আমেরিকা সফরের সময় প্রাক্তন স্ত্রী ও চিত্রনায়িকা শবনম বুবলীর সাক্ষাৎ নিয়ে যখন ভক্তমহলে আলোচনা তুঙ্গে, তখন অপু বিশ্বাসের পাল্টা মন্তব্যের অপেক্ষায় ছিলেন ভক্তরা। কিন্তু বিষয়টা নিয়ে তখন একরকম নীরব ছিলেন নায়িকা।
বলে রাখা ভালো, সামাজিক মাধ্যমে অপু একটি পোস্ট দিলে বুবলী পাল্টা পোস্ট দেন। আবার বুবলী কোনো পোস্ট দিলে অপু পাল্টা পোস্ট করেন। দুই নায়িকা তথা দুই সতীনের এমন ভার্চুয়াল দ্বন্দ্ব লেগেই থাকত কমবেশি। কিন্তু এবার অপুর নিরবতাকে তার ভক্তরা ভেবে বসে, বুকে কষ্ট চেপে হাল ছেড়ে দিয়েছেন নায়িকা।
কিন্তু সম্প্রতি এক পডকাস্টে অপু বিশ্বাস এসব স্পষ্ট করেছেন। জানিয়েছেন, সে সময় অনেক ব্যস্ত সময়ের মাঝে ছিলেন অপু বিশ্বাস; সোশ্যাল মিডিয়াতে সময় দিতে পারেননি। তবে অপু জানান, তার অ্যাডমিনরা শাকিব-বুবলীর ছবি তাকে পাঠিয়েছিলো; যা অপু বিশ্বাস দেখেছেন। তার কথায়, ‘বিষয়টি আহামরি কিছু মনে হয়নি। এখানে হাল ছেড়ে দেওয়া বা হাল ধরারতো কিছু নেই।’
এরপর অপু বিশ্বাস বলেন, ‘১৫ জুন আমি একটি পোস্ট দিয়েছিলাম। আমিতো এখানে কাজ করতে আসছি। কোনোকিছু নিয়ে অভদ্রতা হোক, আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক, সেটা আমি করতে আসিনি। কিছু জিনিস মানুষই শুরু করে, কিছু জিনিস মানুষই শেষ করে। আমি ওইদিনই সবকিছু দ্যা এন্ড করে দিয়েছি।’
এসএন/রুপা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: