এলভিশ যাদবের বাড়িতে গুলিবর্ষণের বিষয়ে মুখ খুললেন পরিবার
প্রকাশিত:
২১ আগস্ট ২০২৫ ১৬:৩৮
আপডেট:
২১ আগস্ট ২০২৫ ১৯:৪৬

ভারতের রিয়্যালিটি শো ‘বিগ বস ওটিটি ২’–র চ্যাম্পিয়ন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর এলভিশ যাদব। গুরুগ্রামে তার বাড়ির সামনে ভোররাতে একের পর এক গুলি চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত ২০ থেকে ২৫ রাউন্ড ফায়ার হয়েছে।
গুলিবর্ষণের ঘটনায় দেশটির পুলিশ সূত্রে জানা যায়, ভোর প্রায় পাঁচটা ৩০ মিনিট থেকে ছ'টার মধ্যে তিনজন মুখোশধারী বাইক আরোহী বাড়ির সামনে এসে গুলি চালায়। ঘটনায় আতঙ্কে কেঁপে উঠেছে সমগ্র এলাকা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীরা বাড়ির বাইরের গেট, জানালা ও দেওয়াল লক্ষ্য করে প্রায় ২০ থেকে ২৫ রাউন্ড গুলি চালায়। গুলির শব্দে চারপাশে হইচই পড়ে যায়। যদিও এলভিশ বাড়িতে উপস্থিত ছিলেন না, পরিবারের কয়েকজন সদস্য ও পরিচারক তখন ভিতরে ছিলেন। কেউ আহত হননি। তবে বাড়ির কাচ ভেঙে যায়, দেয়ালে একাধিক বুলেটের ছিদ্র স্পষ্টভাবে ধরা পড়ে।
এই সাক্ষাৎকারে এলভিশের বাবা রাম অবতার যাদব বলেন, ‘ভোর সাড়ে পাঁচটার দিকে গুলির শব্দ পাই। বাইরে বেরোতেই দেখি চারিদিকে গুলি ছোঁড়া হয়েছে। সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ দেখি। তাতে দু’জনকে গুলি চালাতে দেখা যায়। পুলিশকে খবর দেওয়া হয়েছে। ১৫ রাউন্ডেরও বেশি ফায়ার হয়েছে।’
তিনি আরও জানান, ঘটনার সময় এলভিশ বাড়িতে ছিলেন না। ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছে, আপাতত ভালো আছেন, তবে স্বভাবতই এই ঘটনায় বেশ খানিকটা ভয় পেয়েছেন।
তার কথায়, ‘এলভিশ এখানে খুব কমই আসে, কাজের কারণে বাইরে থাকে। ঈশ্বর সুবুদ্ধি দিন যারা এই কাজ করেছে তাদের। তবে ভয়টা স্বাভাবিকভাবেই আছে।’ ঘটনার তদন্ত শুরু করেছে গুরুগ্রাম পুলিশ। ইতোমধ্যেই এফআইআর দায়ের হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, হিমাংশু ভাউ নামে ২১ বছরের এক গ্যাংস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে এই হামলার দায় স্বীকার করেছে। আরও দুই নাম উঠে আসছে—নীরজ ফরিদপুর এবং ভাউ রিতোলিয়া। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক পোস্টে দাবি করা হয়েছে, এলভিশ যাদবকে নিশানা করা হয়েছে কারণ তিনি নাকি বেটিং অ্যাপ প্রচার করেছিলেন।
এসএন/রুপা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: