ফিলিস্তিনের সমর্থনে মুম্বাইয়ের রাস্তায় স্বরা ভাস্কর
প্রকাশিত:
২৪ আগস্ট ২০২৫ ১২:৫০
আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ১৮:৪৯

ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের বর্বরতা সীমা ছাড়িয়েছে। দেশটির অবরুদ্ধ গাজা শহরে বোম হামলায় পাখির মতো মানুষকেও উড়তে দেখে গেছেন। আহতদের চিৎকারে ভারি আকাশ বাতাস।
গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। তা ছুঁয়ে গেছে অভিনেত্রী স্বরা ভাস্করকে। এবার গাজাবাসির হত্যা ইস্যুতেও মুম্বাইয়ের রাস্তায় এক বিক্ষোভে অংশ নেন অভিনেত্রী। তাঁর এই ভিডিও সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অভিনেত্রীর মতে, ইসরায়েলি সরকারের কার্যকলাপ প্যালেস্টাইনের পরিচয় ও গাজার অস্তিত্ব মুছে দেওয়ার প্রচেষ্টা। অভিনেত্রীর ভাষ্য, ‘তারা (ফিলিস্তিনিরা) কেবল বেঁচে থাকার জন্য লড়ছে। ইসরায়েলি সরকার স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনিদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়।’
তিনি যোগ করেন, ‘কেউ যদি ইসরায়েলি জিম্মিদের পক্ষে কথা বলে, তবে সেই সঙ্গে হাজার হাজার প্যালেস্টাইনির প্রাণহানির কথাও বলতে হবে।’ হামাস প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘হামাসের হামলা ছিল আসলে প্রতিক্রিয়া। দীর্ঘদিনের দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে হামাস। এখন তাদের ওপরই দোষ দেওয়া হচ্ছে।’
স্বরা ভাস্কর ভারতের ঐতিহাসিক অবস্থানের কথাও টেনে আনেন। তার দাবি, ভারতবর্ষ সবসময় প্যালেস্টাইনের পক্ষে থেকেছে এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের শিকড়ের অংশ।
এর আগেও গাজার সমর্থনে এবং ইসরায়েলের বিপক্ষে পোস্ট করতে দেখা গেছে অভিনেত্রীকে। গত (২৩ জুন) রাতে গাজার একটি নৃশংস ছবি সমাজমাধ্যমে প্রকাশ করে গাজা ও ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে তিনি লিখেছিলেন, ‘ইসরায়েলের মানবিক সাহায্য।’ আসাল রাদের ওই পোস্টটি নিজের এক্স হ্যান্ডলে (টুইটার) ভাগ করে স্বরা লিখেছেন, ‘এই সময় গাজা।’
এসএন/রুপা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: