সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


আশা জাগিয়ে ডুবল ‘ওয়ার ২’, দশ দিনে কত আয় ছবিটির?


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২৫ ১৩:৫২

আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ০১:৪০

ছবি ‍সংগৃহিত

শুরুর দিকের আয় আশা জাগানিয়া ছিল ‘ওয়ার ২’। তবে শেষ পর্যন্ত হৃত্বিক রোশন ও জুনিয়র এনটিআর মিলেও কিছু করতে পারেননি। সিনেমাটি দিনকে দিন লোকসানের দিকে গেছে। ফলে পর্দার কৃশের ঝুলিতে যোগ হয়েছে আরও একটি ফ্লপ সিনেমা। চলুন জেনে নেওয়া যাক মুক্তির ১০ দিনে কত আয় করল ছবিটি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক ‘ট্রেড ট্র্যাকিং’ সংস্থার হিসাব অনুযায়ী, মুক্তির পর প্রথম সোমবার মুখ থুবড়ে পড়ে ‘ওয়ার ২’। ব্যবসার পরিমাণ ছিল মাত্র ৮.৭৫ কোটি। তবে রোববার প্রায় ৩২.৬৫ কোটি টাকা ঘরে তুলেছিল ছবিটি।

কিন্তু সোমবার থেকেই একবারও দুই অংকের ঘর ছুঁতে পারেনি ছবির ব্যবসা। দ্বিতীয় শুক্রবার, সবচেয়ে কম ব্যবসার রেকর্ড করে এই ছবি, আয়ের পরিমাণ ছিল মাত্র ৪ কোটি। তবে শনিবার ফের একটু মাথা তুলে তাকায় হৃত্বিক-কিয়ারা জুটির ছবি। আয়ের পরিমাণ পৌঁছায় ৬.২৫ কোটিতে। যার ফলে মোট ব্যবসার পরিমাণ দাঁড়ায় ২১৪.৭৩ কোটি।

‘ওয়ার ২’ নিয়ে রীতিমতো হতাশ সিনেমা বিশেষজ্ঞরা। হৃত্বিক-এনটিআরের সম্মিলিত প্রচেষ্টা এভাবে মুখ থুবড়ে পড়বে ভাবতে পারেননি তারা। সমালোচকদের ধারণা, শিগগিরই হল থেকে নেমে যাবে সিনেমাটি।

‘ওয়ার ২’-এর প্রথম কিস্তি ‘ওয়ার’মুক্তি পায় ২০১৯ সালে। ছবিটির মাধ্যমে স্পাই ইউনিভার্সে নাম লেখান এনটিআর জুনিয়র। ছবিটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি।

এসএন/রুপা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top