দর্শকদের চোখে শাহরুখেরই জেরক্স কপি আরিয়ান
প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৫ ১৯:১৬
আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ২৩:৪৬

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সম্প্রতি ওয়েব সিরিজের প্রিভিউ লঞ্চে হাজির হয়েছিলেন বাবা-ছেলে। এদিন বাবার সঙ্গে সমান তালে আলো ছড়িয়েছেন এ নবাগত পরিচালক। দেখা গেছে, বাদশাহর মতোই ছেলে আরিয়ান খানও স্টাইলিশ হয়েছেন। অনেকেই বাবা-ছেলের মুখের মিল দেখেও অবাক হয়েছেন। যেন শাহরুখেরই জেরক্স কপি।
আর অনুষ্ঠানে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন পরিচালক আরিয়ান খান। তার পরিচালিত প্রথম ওয়েব সিরিজটি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি কেন্দ্র করেই নির্মিত হয়েছে। আর পরিচালক হিসেবে আরিয়ান খানের এ ওয়েব সিরিজটি আসছে ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে।
এতে লিড রোলে আছেন লক্ষ্মণ, ববি দেওল, সাহের বাম্বা, মোনা সিং এবং রাঘব জুয়াল। এ ছাড়া এ ওয়েব সিরিজটিতে ক্যামিও চরিত্রে হাজির হবেন নির্মাতা করণ জোহর, অভিনেতা রণবীর সিংসহ ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের মতো তারকা।
অনুষ্ঠান মঞ্চে আরিয়ান খানকে দেখা যায় অল ব্ল্যাক স্যুটে। ওপেন-কলার শার্ট, গলায় সোনার চেন আর ফ্যাশনেবল হেয়ারস্টাইলে। এ সময় তার হাতে ছিল পাটেক ফিলিপ নটিলাস হোয়াইট গোল্ড ঘড়ি। এই বিলাসবহুল ঘড়িটির বাজারমূল্য এক কোটি ৪৩ লাখ টাকা। যেটি শাহরুখপুত্রের হাতেই শোভা পায়। কারণ এ ঘড়ির লুক আরিয়ানের আভিজাত্যের ছাপ আরও বাড়িয়ে তুলেছে।
অন্যদিকে বাদশাহও ছেলের থেকে যেন একধাপ এগিয়েই ছিলেন। কিং খানের হাতে ছিল অডেমার্স পিগুয়েট জুলস মিনিট রিপিটার প্লাটিনাম স্কেলেটন ডায়াল ঘড়ি, যার দাম তিন কোটি ৯৪ লাখ টাকা। এদিন মঞ্চে ছেলের মতো শাহরুখ খানও কালো পোশাকে হাজির হয়েছিলেন। হাতে স্লিং থাকলেও সন্তানের প্রথম কাজের সাফল্যে গর্বে চকচক করছিল বাদশাহর চোখ।
এসএন/রুপা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: