রাত ১২টা পাঁচ মিনিটে বিয়ে করলেন মাহি
প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৯
আপডেট:
৪ আগস্ট ২০২৫ ২৩:৪৪

বিয়ের পিঁড়িতে বসেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টা পাঁচ মিনিটে প্রেমিক রাকিব সরকারের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন নায়িকা।
অন্তর্জালে বিয়ের ছবি প্রকাশ করে মাহিয়া মাহি লিখেছেন, ‘আজ ১২টা ০৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হল। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’
মাহির স্বামী রাকিব সরকার গাড়ি ব্যবসায়ী এবং গাজীপুরের রাজনীতিক। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে।
সম্প্রতি মাহি ফেসবুকে জানান, ১৩ সেপ্টেম্বর ভক্ত ও দর্শককে সারপ্রাইজ দেবেন। সেই সারপ্রাইজ কী, সেই আলোচনায় উঠে আসে রাকিব সরকারের সঙ্গে বেশ কিছু ছবি ও বিয়ে প্রসঙ্গ।
চলতি বছরের ২৩ মে স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে পাঁচ বছরের সংসারজীবনের ইতি টেনেছেন বলে ফেসবুকে জানান মাহি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: