বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা


প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২১ ১৯:২৯

আপডেট:
১৭ অক্টোবর ২০২১ ১৯:২৯

ছবি-সংগৃহীত

নায়ক ও ব্যাবসায়ী অনন্ত জলিলের বহুল আলোচিত সিনেমা ‘দিন: দ্য ডে’র মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। চলতি বছরের ২৪ ডিসেম্বর সারাদেশে শুভমুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সিনেমাটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অনন্ত জলিল ও বর্ষা।

রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে শনিবার (১৬ অক্টোবর) এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণার সাথে সাথে পোস্টারও উদ্বোধন করা হয়েছে।

সিনেমাটি নিয়ে অনন্ত জলিল বলেন, দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর আমরা বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে একযোগে ‘দিন: দ্য ডে’ মুক্তি দিতে যাচ্ছি।

তিনি আরও জানান, তাদের নির্মাণাধীন আরেক সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’ আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

জানা যায়, ‘দিন দ্য ডে’ সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম সিনেমাটি পরিচালনা করছেন। এ সিনেমাতে নায়ক অনন্ত জলিলের বিপরীতে বরাবরের মতই নায়িকা হিসেবে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। এ ছাড়াও ইরান ও লেবাননের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীও অভিনয় করেছেন।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে বিভিন্ন লোকেশনে ‘দিন দ্য ডে’-র শুটিং হয়েছে। প্রায় দুই বছর ধরে সিনেমাটি নির্মাণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top