মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


হাঁপানি রোগের চিকিৎসা


প্রকাশিত:
১৪ জুলাই ২০২০ ১৫:৪৮

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ১০:৫৭

প্রতীকী ছবি

মানবজীবনে হাঁপানি অনেক পুরনো ও পরিচিত রোগ। এ রোগের রয়েছে নানা ধরনের উপসর্গ। হাঁপানি হলো কিছুদিন পর পর বারবার আসা শ্বাসকষ্টের নাম, যাতে শ্বাসনালি চিকন হওয়ায় শ্বাস নিতে অথবা ছাড়তে হিস হিস শব্দ হয়। হাঁপানির সঙ্গে কখনো কখনো কাশি থাকে এবং আঠালো কফ ওঠে।

হাঁপানির আক্রমণ যখন তীব্র হয়, তখন লক্ষণ অনুযায়ী ওষুধ খেলে জীবন রক্ষা পায়। তারপর যখন হাঁপানির আক্রমণ চলে যায়, তখন হাঁপানির কারণ অনুযায়ী মূল ওষুধ খেয়ে রোগটি স্থায়ীভাবে নির্মূল করতে হয়। হাঁপানি স্থায়ীভাবে নিরাময় করা অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে অসম্ভব হলেও একজন সুদক্ষ হোমিও চিকিৎসকের পক্ষে কিন্তু সম্ভব।

হাঁপানির নাম (bronchial asthma, 1271allergic asthma, Infantile 2857asthma, exercise- induced asthma, Bronchitis)। যা-ই হোক, ওষুধ খেতে হবে লক্ষণ অনুযায়ী। ওষুধ বা অন্য যেসব জিনিস বা খাবারের কারণে হাঁপানি বেড়ে যায়, সেগুলো বাদ দিয়ে চলতে হবে। যেমন- বেশি পরিশ্রম, আবেগপ্রবণ হওয়া বা উত্তেজিত হওয়া, নির্দিষ্ট কোনো একটি ওষুধ (যেমন- বাতের ওষুধ), বিড়াল-কুকুরের লোম, ফুলের রেণু, গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, কচুশাক, মিষ্টিকুমড়া, বেগুন, ডাল ইত্যাদি মোটেও খাওয়া যাবে না।

লেখক : হোমিও চিকিৎসক
চেম্বার : এইচ-২৩ আমতলী, মহাখালী, ঢাকা
০১৯৭০৫৫৫৯১৯, ০১৭৫২১১৭১৬১



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top