রবিবার, ১০ই আগস্ট ২০২৫, ২৫শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


মাইলস্টোনে আহতদের চিকিৎসা দি‌তে ঢাকায় ব্রিটিশ চিকিৎসক দল


প্রকাশিত:
৯ আগস্ট ২০২৫ ২১:৫৪

আপডেট:
১০ আগস্ট ২০২৫ ০০:২৮

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা সেবা দিতে ঢাকায় পৌঁছেছে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত জরুরি চিকিৎসক দল— ইউকে ইএমটি। শনিবার (৯ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নয় সদস্যের এই চিকিৎসক দলে অত্যন্ত অভিজ্ঞ ক্লিনিক্যাল পেশাদার রয়েছেন। এর মধ্যে আছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ, নিবিড় পরিচর্যা চিকিৎসক, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নার্স এবং পুনর্বাসন বিশেষজ্ঞ। আগামী তিন সপ্তাহ ধরে তারা স্থানীয় চিকিৎসকদের সঙ্গে কাজ করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের ক্রিটিক্যাল কেয়ার এবং পুনর্বাসন পরিষেবা দেবেন।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, ‘এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে যুক্তরাজ্য সংহতি প্রকাশ করে এবং তাদের সহায়তা প্রদান করতে চায়। আমি নিশ্চিত যে, যুক্তরাজ্যের চিকিৎসক দল কর্তৃক প্রদত্ত বিশেষায়িত চিকিৎসা আহত শিক্ষার্থীদের পুনরুদ্ধার এবং পুনর্বাসনকে ত্বরান্বিত করবে।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top