প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিত:
৬ নভেম্বর ২০২২ ২৩:০৯
আপডেট:
২৬ এপ্রিল ২০২৫ ২০:৩৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মো. সাবাব আজাদ (২১) নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সিয়াম নামে আরও একজন। তিনি সাবাব আজাদের বন্ধু।
গতকাল শনিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সাবাব ও সিয়ামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত পৌনে ১টার দিকে সাবাব আজাদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাবাবের বাবা আবুল কালাম আজাদ বলেন, সাবাব ঢাকা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গতকাল তারা দুই বন্ধু মাওয়া ঘুরতে যান। ঢাকায় ফেরার পথে নিমতলা এলাকায় তাদের প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।
সিয়ামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আজ সকালে ময়নাতদন্ত ছাড়াই সাবাবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে শাহবাগ থানা পুলিশ। আহত সিয়াম ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
সম্পর্কিত বিষয়:
ঢাকা-মাওয়া
আপনার মূল্যবান মতামত দিন: