করোনা আতঙ্কে মিরপুরের একটি ভবন লকডাউন
প্রকাশিত:
২২ মার্চ ২০২০ ০৪:১৪
আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ১৬:০২

রাজধানীর মিরপুর-১-এর উত্তর টোলারবাগের একটি ভবন ঘিরে রেখেছে পুলিশ। ওই ভবন ও তার আশপাশে চলাচলও সীমিত করা হয়েছে। ওই ভবনে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর পরিবার রয়েছে উল্লেখ করে আইইডিসিআর থেকে নির্দেশনা দেয়া হয়েছে যেন ওই ভবন থেকে কেউ বের হতে না পারে।
শনিবার (২১ মার্চ) ভোর থেকে বাসাটি লকডাউন করে দেওয়া হয়েছে। ভবনে ৩০টি পরিবার বসবাস করে।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান বলেন, বাড়িটিতে কয়েকজন প্রবাসী রয়েছে বলে বাসিন্দারা নিজেরাই ভবনটি লকডাউন করে দিয়েছেন। আমরা কিছু করিনি। বাসিন্দারা নিজেরাই সচেতন হয়ে কাজটি করেছে। আমরা কোনও বাড়ি লকডাউন করার এখতিয়ার রাখি না।
মিরপুর বিভাগের ডিসি মোস্তাক আহমেদ বলেন, মিরপুরের একটি ভবনে একটি পরিবারকে হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক পালনের নির্দেশনা দিয়েছে আইইডিসিআর। সেজন্য ভবনটি নজরদারিতে রাখা হয়েছে। ওই ভবন থেকে যেন কেউ বের হতে না পারেন। ওই ভবনে প্রবেশ সংরক্ষিত ও এলাকায় চলাচল সীমিত করা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: