সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত
প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৩ ২১:৪২
আপডেট:
২৭ এপ্রিল ২০২৫ ১৪:৩৭

গোপালগঞ্জ জেলার সদর থানার শুকতাইল এলাকায় মোটরসাইকেলে বাসের ধাক্কায় মনিরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ব্যাটালিয়ান আনসারে কর্মরত ছিলেন।
সোমবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত পৌনে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই ইউসুফ আলী বলেন, আমার ভাই ২৯ ব্যাটালিয়ান আনসারে চাকরি করেন। কয়েকদিন আগে ছুটিতে বাড়িতে এসেছেন। বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে সন্ধ্যায় বিজয় পাশা বাজারে যান। বাজার থেকে ফেরার সময় একটি বাস তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: