খেলতে গিয়ে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২৩ ০২:০৪
আপডেট:
২৭ এপ্রিল ২০২৫ ১৪:২২

রাজধানীর শ্যামপুর হাজী মসজিদ বাড়ি এলাকায় বাথরুমে রাখা বালতির পানিতে পড়ে আফিফা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার সময় সচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুর চাচা কবির হোসেন , নিহত শিশুর বাবা কারখানার শ্রমিক। তার মা অন্যের বাসা-বাড়িতে কাজ করেন। দুপুরে বাথরুমের দরজা খোলা থাকায় খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে শিশুটি অচেতন হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: