রবিবার, ২৭শে এপ্রিল ২০২৫, ১৪ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


পুনর্বাসন ছাড়া তেলেগু ভাষাভাষী জনগোষ্ঠীকে উচ্ছেদ মানবাধিকার লঙ্ঘন


প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০০:১৫

আপডেট:
২৭ এপ্রিল ২০২৫ ১৫:০৪

ছবি সংগৃহিত

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে তেলেগু ভাষাভাষী জনগোষ্ঠীকে উচ্ছেদের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল যাত্রাবাড়ীর ধলপুরে অবস্থিত সুইপার কলোনিতে বসবাসকারী তেলেগু ভাষাভাষী জনগোষ্ঠীকে উচ্ছেদের স্থান পরিদর্শন করে। এসময় সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে গণমাধ্যমকে কমিশন চেয়ারম্যান বলেন, আমরা মনে করি, পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া এদের উচ্ছেদ করা হলে মানবাধিকারের লঙ্ঘন হবে।

এসব মানুষ কোথায় যাবে— এমন প্রশ্ন তুলে তিনি বলেন, এদের জাতীয় পরিচয়পত্রে স্থায়ী-অস্থায়ী ঠিকানা এখানেই। বহুকাল ধরে এরা এখানেই বসবাস করছে। এদের যাতে উচ্ছেদ না করা হয় সেজন্য আমরা সরকারের কাছে সুপারিশ করব।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top