জুরাইনে ডোবায় পড়ে প্রাণ গেলো দুই বছরের শিশুর
প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৫৭
আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ০১:৪৫

রাজধানীর জুরাইন বউবাজার এলাকায় ডোবায় পানিতে পড়ে আব্দুর রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঘটে এই ঘটনা। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর একটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আল আমিন জানান, আমার ছেলে বাসায় খেলতে খেলতে বাইরে গিয়ে পাশের একটি ডোবায় পড়ে যায়। খোঁজাখুঁজির পর না পেয়ে কিছুক্ষণ পরে দেখি পানিতে ভেসে উঠেছে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানায়। তিনি ফুটপাতে খেলনা বিক্রি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: