মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ঢাবির বাসে আগুন দেওয়ার চেষ্টা


প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৩ ১৮:১৫

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ০৯:০৭

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে শিক্ষার্থী ও পুলিশের তৎপরতায় বাসটিতে আগুন দিতে ব্যর্থ হয় দুর্বৃত্তরা।

রোববার বিকেল ৪টার দিকে সরকারি বাঙলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের দারুসসালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাসুক মিয়া এ তথ্য জানান।

এডিসি মাসুক বলেন, বাঙলা কলেজের সামনে বিআরটিসি একটি দোতলা বাসে আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল। বিষয়টি টের পেয়ে যাত্রী ও পুলিশের তৎপরতায় ঠেকানো গেছে।

তিনি আরও বলেন, আগুনের কারণে বাসের একটি সিট পুড়ে গেছে। এ ছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি। বাসে অল্পকিছু যাত্রী ছিল।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তিনি জানান, বাসটিকে ছেড়ে দেওয়া হয়েছে।


সম্পর্কিত বিষয়:

#বাংলাদেশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top