২৫ ফুট দূরে দূরে কাঁচাবাজার বসানোর নির্দেশ ডিএমপির
প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২০ ১৮:১১
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৫:১০

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাঁচাবাজারগুলোর বাইরে রাস্তার পাশে ২০ থেকে ২৫ ফুট দূরে দূরে বাজার বসানোর জন্য পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির নিউজ পোর্টালে এ তথ্য জানায় ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মাসুদুর রহমান।
তিনি জানান, কাঁচাবাজারগুলোর ভেতরে জায়গা কম থাকায় ক্রেতাদের গাদাগাদি করে কেনাকাটা করতে হচ্ছে। এতে করে বাজার থেকে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে ডিএমপির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা মহানগরীর যেখানে যে কাঁচাবাজার রয়েছে, তার সংলগ্ন রাস্তার পাশে দোকানগুলো নিয়ে আসা হবে। শনিবার (১৮ এপ্রিল) থেকে বাজারের ভেতরের দোকান রাস্তার পাশে নিয়ে আসার কার্যক্রম শুরু হবে বলে জানান এই কর্মকর্তা।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে ক্রেতা ও বিক্রেতাদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
সম্পর্কিত বিষয়:
ডিএমপি
আপনার মূল্যবান মতামত দিন: