গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২১ ২০:২৭
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ১১:৪৭

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাড়ইপাড়া জুম্বাঘর এলাকায় রোববার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় নূর ইসলাম ও মাসুদ রানা বাবু নামের ২ জন নিহত হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) সকালে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক বিষয়টি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, নূর ইসলাম, মাসুদ রানা বাবুদের বাসায় ভাড়া থাকতেন। রোববার রাত ৯টার দিকে একই মোটরসাইকেলে চন্দ্রার দিকে আসছিলেন ২ জন। মোটরসাইকেল নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাড়ইপাড়া জুম্বাঘর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকাপ ধাক্কা দেয়। এতে নূর ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা মাসুদ রানাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় পিকআপটি আটক করা যায়নি। তবে মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে।
লাশ দুটি এখনো থানায় রয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশটি নেওয়ার জন্য আবেদন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের নিকট লাশ দুটি হস্তান্তর করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: