ডিএনসিসির সেই ময়লাবাহী গাড়ির চালক গ্রেপ্তার
প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২১ ১৪:০১
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৩:৪০

রাজধানীর পান্থপথে মোটরসাইকেল আরোহী আহসান কবিরকে চাপা দেওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লাবাহী গাড়ির চালককে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২৬ নভেম্বর) রাতে র্যাবের সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
র্যাবের গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান জানিয়েছেন, এ বিষয়ে শনিবার সকাল সাড়ে ১১টায় কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে পান্থপথে আসবাবপত্রের দোকানের সামনে মোটরসাইকেল আরোহী আহসান কবিরকে চাপা দেয় ডিএনসিসির ময়লাবাহী গাড়ি। এতে তার মৃত্যু হয়। এ সময় গাড়ি রেখে পালিয়ে যায় চালক।
আপনার মূল্যবান মতামত দিন: