অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় লঞ্চডুবি
প্রকাশিত:
২৯ জুন ২০২০ ১৬:৪০
আপডেট:
২৯ জুন ২০২০ ২২:৪১

রাজধানীর ফরাশগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনা ঘটেছে। লঞ্চটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল। উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
সোমবার সকালে ফরাশগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ময়ূর ২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: