বুধবার, ৭ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


বিএনপি বিদেশিদের পরামর্শে কর্মসূচি দেয় : হানিফ


প্রকাশিত:
১০ আগস্ট ২০২৩ ২২:৩৫

আপডেট:
৭ মে ২০২৫ ১৮:০৫

ছবি সংগৃহিত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির আন্দোলন হচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচনকে বালচাল করা। বিদেশিদের ষড়যন্ত্রে আজ বিএনপি ব্যবহৃত হচ্ছে।

নির্বাচন আসলেই বিএনপি কর্মসূচির নামে বিদেশিদের কাছে ধরনা ও দৌড় ঝাঁপ শুরু করে। তারা বিদেশিদের পরামর্শে দেশে রাজনৈতিক কর্মসূচি দেয়, যেটা সারাবিশ্বে নজিরবিহীন। কর্মসূচির নামে বিএনপি-জামায়াত কোনো সহিংসতা ও জ্বালাও-পোড়াও করলে সেটা সরকার কঠোরভাবে দমন করবে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে কুষ্টিয়া সদর উপজেলার হল রুমে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল পর্যায়ের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হানিফ আরও বলেন, আওয়ামী লীগ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দল। এই দলের বিরুদ্ধে বিদেশি কোনো অপশক্তি চক্রান্ত করে হার মানাতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো কাজ করছেন বলে মনে করেন বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ মানুষ।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আআরআই) জরিপে এ তথ্য উঠে এসেছে। গতকাল বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশিত হয়েছে। ৭০ ভাগ মানুষের আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আছে।

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার সভাপতিত্বে এ সময় সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগের নেতাকর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top