সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


লম্বা ছুটিতে বেনাপোল বন্দর


প্রকাশিত:
২২ অক্টোবর ২০২০ ১৬:২৩

আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ১৬:৪৪

ফাইল ছবি

দূর্গা পূজার কারণে বন্ধ হয়ে গেল বেনাপোল বন্দর। আগামীকাল শুক্রবার (২৩ অক্টোবর) থেকে ভারতের পেট্রাপোল বন্দর বন্ধ হয়ে যাওয়ায় সকাল থেকে দু'দেশের মধ্যে বন্ধ হয়ে যাবে সব ধরনের আমদানী-রফতানি কার্যক্রম। ফলে শুক্রবার সকাল থেকে কোন পণ্যবাহি ট্রাক বাংলাদেশ ছেড়ে ভারতে কিংবা ভারত থেকে বাংলাদেশে আসবে না।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্তিক চক্রবর্ত্তি জানান, দূর্গা পূজার ছুটির কারনে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে সকল প্রকার আমদানী ও রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৭ অক্টোবর থেকে আগের নিয়মে পণ্য পরিবহন অব্যহত থাকবে।

এদিকে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, পূজার কারণে বেনাপোল চেকপোষ্ট পথে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সাথে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। ভারত থেকে আগত বা বাংলাদেশ থেকে ভারতগামি পাসপোর্ট যাত্রীগন স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।


সম্পর্কিত বিষয়:

বেনাপোল

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top