শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ব্রাহ্মণবাড়িয়ায় লোমহর্ষক ঘটনা

পুকুরে পাওয়া গেল মাথা, তরুণী নয় নিহত নারী মধ্যবয়সী


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৪ ১৬:৫১

আপডেট:
২৬ এপ্রিল ২০২৫ ১৫:৪৬

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে যুবলীগ নেতার পরিত্যক্ত গোয়ালঘর থেকে মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। অবশেষে মিলেছে সেই নারীর মাথা। আজ দুপুরে যুবলীগ নেতার বাড়ির পাশের এক পুকুর থেকে মাথাটি উদ্ধার করা হয়েছে।

এদিকে মাথা দেখে নারীর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তবে প্রথমে তরুণীর মরদেহ হিসেবে ধারণা করা হয়েছিল। কিন্তু সেই নারী হলেন উপজেলার হীরাপুর এলাকার নুরুল ইসলাম ব্যাপারীর স্ত্রী হরলুজা বেগম (৫০)। এ ঘটনায় আটক তরুণ ভোরবেলা তাকে ডেকে নিয়ে যান। তবে কী কারণে তাকে এখানে আনা হয় কিংবা কেন হত্যা করা হয় এ বিষয়ে পুলিশ বিস্তারিত জানাতে পারেনি।

এর আগে সকালে যুবলীগ নেতার পরিত্যক্ত গোয়ালঘরে মাথাবিহীন মরদেহ উদ্ধারের সময় সন্দেহভাজন হত্যাকারী মরদেহটি পোড়াচ্ছিল। স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলেন।

স্থানীয়দের হাতে আটক তরুণের নাম ফারহান রনি। তাকে পুলিশে দেওয়া হয়েছে। ফারহান আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। তিনি এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানান, গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে গতকাল রাজহাঁস চুরির ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে হাঁস খুঁজতে গিয়ে ওই এলাকার শাহনেওয়াজ ভূঁইয়ার বাড়ির পরিত্যক্ত গোয়ালঘর থেকে পোড়া মাংসের গন্ধ পান স্থানীয়রা। তারা সেখান থেকে ধোঁয়া বের হতেও দেখেন।

জানতে চাইলে ঘরে থাকা ফারহান রনি বলেন, তিনি গাছের পাতা পোড়াচ্ছেন। তবে তার কথা বিশ্বাস না হওয়ায় হাঁসের মালিক এনামুল, রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল সেখানে প্রবেশ করতে চান। এ সময় ফারহান তাদের হত্যার হুমকি দেন।

সন্দেহ হওয়ায় তারা আরও কয়েকজনকে নিয়ে ঘরে প্রবেশ করেন এবং সেখানে ঘরের মেঝেতে খনন করা একটি গর্তে মরদেহ পুড়তে দেখেন। তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম বলেন, মরদেহটির অধিকাংশ অংশ পুড়ে গেছে। ঘটনাস্থলে সিআইডি টিম এসেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আখাউড়া থানা ও সিআইডি টিম কাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, ফারহান রনি এর আগেও বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তার মাদক কারবারের কারণে এলাকায় বহুবার সমস্যা তৈরি হয়েছে। এমন একটি নৃশংস ঘটনায় তিনি জড়িত থাকায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

ঘটনার ভয়াবহতা এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top