শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


সুবর্ণজয়ন্তী ও বৈশাখী মেলা

সোনারগাঁ জাদুঘরে ১৫ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৫ ১৬:৪৬

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০০:০৩

ছবি সংগৃহীত

বাংলার প্রাচীন রাজধানী ঐতিহাসিক সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ফাউন্ডেশন প্রাঙ্গণে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইলিয়া সুমনা। বিশেষ অতিথি থাকার কথা রয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সদস্য ও জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্রশেখর সাহা, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। এ ছাড়া সরকারি-বেসরকারি উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত থাকার কথা রয়েছে। উদ্বোধন শেষে লোকজ মঞ্চে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান ফাউন্ডেশন আয়োজিত বৈশাখী মেলা-১৪৩২ ও সুবর্ণজয়ন্তী উৎসব-২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে বৈশাখী মেলা-১৪৩২ ও সুবর্ণজয়ন্তী উৎসব-২০২৫। এ ছাড়া মেলায় থাকবে দেশের সেরা কারুশিল্পীদের হাতে তৈরি জামদানি, শতরঞ্জি, নকশি কাঁথা, মৃৎশিল্প, দারুশিল্প, হাতপাখা, কাঠখোদাইশিল্প, পটচিত্র শিল্প, শোলাশিল্প, বাঁশ-বেতশিল্প এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারুশিল্পীদের সৃষ্টিশীল কর্মের উপস্থাপন এবং বিপণনের সুযোগ। এ ছাড়া বাউল গান, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ, হালখাতা, বায়স্কোপ, সাপের খেলা, নাগরদোলাসহ হারিয়ে যাওয়া গ্রামীণ খেলা তিন গুটি, সাত গুটি বাঘবন্দ, কানামাছি, গোল্লাছুট, বউচি, কপাল টোক্কাসহ আরও অনেক কিছু। আর রসনাতৃপ্তির জন্য মুখরোচক সব বাঙালি খাবারও থাকবে এ মেলায়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top