৩১ দফা স্বনির্ভর-সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি : সাঈদ আল নোমান
প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৫ ১৭:২৯
আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ২০:১১

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদ সাঈদ আল নোমান তুর্য বলেছেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ শক্তিতে যেমন বাংলাদেশের মুক্তি অন্তর্নিহিত, তেমনি ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ গঠনে ৩১ দফা বাস্তবায়নে আসবে এ দেশের সমৃদ্ধি। ৩১ দফা স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষার দিনে অংকুর সোসাইটি স্কুল কেন্দ্রে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য গৃহীত কর্মকাণ্ড পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
সাঈদ আল নোমান বলেন, ছাত্র-ছাত্রীরা ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিচ্ছবি। তাদের মেধা, শ্রম ও ত্যাগের ওপর গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। সুতরাং তাদের পরিচর্যায় যে অভিভাবকরা নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন, সেই মহান অভিভাবকদের এই তীব্র দাবদাহে একটু স্বস্তি দিতে এবং দেশ গঠনে ৩১ দফার প্রয়োজনীয়তার বার্তা পৌঁছে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, শায়েস্তা চৌধুরী, গোলাম মনসুর, এস এম আজাদ, দাদান দড়ি সুরুজ, শহীদুল আলম খসরু, রেজাউল করিম মিন্টু, সায়মা হক, খাদিজা বেগমসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: