শনিবার, ৯ই আগস্ট ২০২৫, ২৫শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


অটোরিকশায় বাসের ধাক্কা, প্রাণ গেল ২ ভাইয়ের


প্রকাশিত:
৯ আগস্ট ২০২৫ ১০:৪৫

আপডেট:
৯ আগস্ট ২০২৫ ১৫:২৫

ছবি সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন নিহতদের দুই মামাসহ তিনজন।

শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে উপজেলার মাঝিরা ইউনিয়নে প্রয়াস স্কুলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হজরত আলীর ছেলে মো. আকাশ (২৫) ও মো. আরিফ (২১)।

আহতরা হলেন- একই গ্রামের মৃত আমজাদ সরকারের ছেলে হায়দার আলী (৫০) ও আবদুল আজিজ (৩৮) এবং আবদুল বারীর ছেলে মো. পলাশ (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে বগুড়া শহর থেকে একটি অটোরিকশা শেরপুর উপজেলার দিকে যাচ্ছিল। রাত ১২টা ২০ মিনিটে অটোরিকশাটি প্রয়াস স্কুলের সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে আকাশ নামে একজন নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক আকাশের ছোট ভাই আরিফকে মৃত ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, আহত পলাশ অটোরিকশার চালক ছিলেন।

ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। বাসটি দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top