রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ১লা ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


রংপুরে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২৫ ১৭:৪৩

আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ০৩:২৩

ছবি ‍সংগৃহিত

রংপুরে বিএনপির এক নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ১৩ ভরি গহনা ও সাড়ে ৪ লাখ টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা।

ভুক্তভোগী বিএনপি নেতা রাজিব চৌধুরী জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক।

শুক্রবার (১৫ জুলাই) দিবাগত গভীর রাতে নগরীর নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

ভুক্তভোগী জানান, শ্বশুরের অসুস্থতার কারণে শুক্রবার স্ত্রী আইরিন আক্তার সেতু ও মেয়ে নুরে রিফা স্নেহা দিনাজপুরের বিরামপুরে যান। রাজিব চৌধুরী চিকিৎসকের পরামর্শে ওষুধ খেয়ে ঘুমিয়ে যাওয়ায় ফাঁকা বাড়ি পেয়ে গভীর রাতে ডাকাত দল বাইরে থেকে তার ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপর দুই ঘরের আলমারি ভেঙে মেয়ের বিয়ের জন্য তৈরি করা ৮ ভরি ও বোনের ৫ ভরিসহ মোট ১৩ ভরি গহনা ও গচ্ছিত সাড়ে ৪ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

রাজিব চৌধুরী বলেন, আমি ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত। ওষুধ খেয়ে ঘুমানোর কারণে কিছুই টের পাইনি। ডাকাত দল আমার রুম বাইরে থেকে আটকিয়ে দিয়ে ছিল। অপরদিকে বাড়ি ফাঁকা থাকায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আমি ডাকাত দলকে গ্রেফতারসহ লুট হওয়া মালামাল ফেরত চাই।

এদিকে এ ঘটনার খবর পেয়ে সকালে পুলিশ, সিআইডি ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top