রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ২রা ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


মাদক কারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৫ ১২:২৬

আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ২১:২৬

ছবি ‍সংগৃহিত

মাদক-চোরাকারবারিদের বিরুদ্ধে সংবাদ করায় দৈনিক ইত্তেফাকের শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক খোরশেদ আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে এ বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

আহত সাংবাদিক ও তার পরিবার জানায়, পেশাগত দায়িত্ব পালন শেষে খোরশেদ আলম শুক্রবার রাত ১১টার দিকে বাড়ি ফিরছিলেন। এসময় আগে থেকেই ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া বাজারে ওতপেতে থাকা মাদক-চোরাচালান চক্রের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তাকে বেধড়ক পেটানোর পাশাপাশি মাথায় আঘাত করা হলে কান, নাক ও চোখ দিয়ে রক্ত ঝরতে থাকে। তখন সন্ত্রাসীরা তাকে ফেলে চলে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ঝিনাইগাতী থানা পুলিশ সাংবাদিক খোরশেদ আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় শনিবার (১৬ আগস্ট) সকালে তাকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার বিকেলে সাংবাদিক খোরশেদ আলম জানান, মাদক চোরাকারবারি রাসেল চক্র এতটাই বেপরোয়া যে তাদের কোনো কিছু বলতে সবাই ভয় পায়। এই সুযোগে তারা এলাকায় বেপরোয়াভাবে মাদকের কারবার করে আসছে। মাদক চোরাকারবারি চক্রের বিরুদ্ধে কয়েকটি খবর প্রকাশ করায় আগে থেকেই তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল চক্রের প্রধান রাসেল, মামুনসহ কয়েকজন। গতকাল তাকে প্রাণে মেরে ফেলতেই হামলা করেছে।

সাংবাদিক খোরশেদ আলমের ছোট ভাই হুমায়ূন খান তার ভাইয়ের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান। একইসাথে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল সাংবাদিক খোরশেদ আলমের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

ঝিনাইগাতী উপজেলার সাংবাদিক জাহিদুল হক মনির হামলার নিন্দা জানিয়ে বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, সাংবাদিক খোরশেদ আলমকে হত্যাচেষ্টার ঘটনায় মাদক ও চোরাকারবারিরা জড়িত। দ্রুত সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেফতারে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। অন্যথায় ঝিনাইগাতীর সাংবাদিকরা কঠোর কর্মসূচি হাতে নেবে।

জানতে চাইলে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সাংবাদিক খোরশেদ আলমকে হাসপাতালে ভর্তি করেছি। একইসঙ্গে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top