‘হাসিনা ভারতে পালিয়ে গেছে কিন্তু তার দোসরদের দেশে রেখে গেছে’
প্রকাশিত:
২২ আগস্ট ২০২৫ ১৯:২৬
আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ০১:০৭

জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার আমির বলেছেন, হাসিনা ভারতে পালিয়ে গেছে কিন্তু তার দোসরদের দেশে রেখে গেছে। যারা দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক অপকর্ম করে যাচ্ছে। এই অপকর্মে ভারত যত রকম সহযোগিতা করার প্রয়োজন, তার সব করে যাচ্ছে।
শুক্রবার (২২ আগস্ট) মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’আলার সন্তুষ্টির অর্জন করার লক্ষ্যে সোনারগাঁ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ছাত্র-জনতার যে বিপ্লব সংঘটিত হয়েছে তা কোনো সংবিধান মেনে হয়নি। সুতরাং নির্বাচনের আগে প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার করা প্রয়োজন। দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। অবস্থা দেখে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান একটি দলকে তোয়াজ করে চলছে। জামায়াত কোনোদিন কোনো সুবিধার জন্য কোনো দলের সঙ্গে জোট করেনি। বরং জামায়াত বিনাশর্তে তাদের সুবিধা দিয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুর রব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ এডুকেশন সোসাইটির পরিচালক, নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা উত্তর জামায়াতের আমির মাওলানা ইসহাক মিয়া ও দক্ষিণ জামায়াতের আমির মাহবুব মিয়া, উত্তরের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান ও দক্ষিণের সেক্রেটারি আসাদুল ইসলাম এবং সোনারগাঁয়ের সব ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিসহ নেতাকর্মীরা।
এসময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে নেতা-কর্মীদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: