কোটালীপাড়ায় মাস্ক না পরায় জরিমানা
প্রকাশিত:
১৯ মে ২০২১ ২২:৪৮
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০২:৪৭

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক না পরায় সাত ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও মাস্ক ছাড়া হাটবাজারে আসা আরও ১০ ব্যক্তির করোনার নমুনা সংগ্রহ করা হয়।
আর তাদের কাছ থেকে করোনা পরীক্ষা করা বাবদ ৩০০ টাকা করে নেওয়া হয়। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ ভাবে করোনা প্রতিরোধে এ উদ্যোগ গ্রহণ করেছেন।
বুধবার (১৯ মে) উপজেলার মহুয়ার মোড়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন করোনা সচেতনতায় এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, জনগণ যাতে মাস্ক পরে সে জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।
সম্পর্কিত বিষয়:
মাস্ক
আপনার মূল্যবান মতামত দিন: