বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


আহত আরও ১২ জন

সাজেক থেকে ফেরার পথে পিকআপ খাদে পড়ে কুয়েট শিক্ষার্থী নিহত


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৯

আপডেট:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৭

ছবি : সংগৃহীত

সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে পিকআপ খাদে পড়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার সময় পর্যটকবাহী চাঁদের গাড়ীটি (জীপ) শিজক ছড়ার হাউজপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনার শিকার হয়।

মূল সড়ক থেকে প্রায় তিনশ ফুট গভীর খাদে পড়ে যায় চাঁদের গাড়িটি। সাজেক ভ্যালী পুলিশ ক্যাম্পের এএসআই উত্তম আচার্য্য ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফছানা রিংকি (২৩)। তার বাড়ি গাইবান্ধা জেলায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৮ জনের পর্যটকের একটি গ্রুপ বিভিন্ন পর্যটকবাহী গাড়ীতে করে সাজেক যাচ্ছিল। তার মধ্যে ১৩ জনের একটি গ্রুপের চাদের গাড়ি (জীপ) নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। গাড়িতে থাকা একজন শিক্ষকসহ ১২ জন আহত হয়। স্থানীয় জনসাধারণ, পুলিশ ও সেনাবাহিনী আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top