মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


চাপাতি-সামুরাইসহ দেশীয় অস্ত্র উদ্ধার

মেঘনায় আনন্দ ভ্রমণে গিয়ে ৪৬ কিশোর আটক


প্রকাশিত:
২৫ জুলাই ২০২১ ১৪:৫৪

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ১৫:১০

ছবি: সংগৃহীত

নরসিংদীতে মেঘনায় ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণে গিয়ে আটক হয়েছে নৌকার মাঝিসহ ৪৬ কিশোর। এসময় ওই নৌকা থেকে চাপাতি ও সামুরাইসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ জুলাই) রাত ৯টায় পৌর শহরের নাগরিয়াকান্দির শেখ হাসিনা সেতু এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা নরসিংদীর সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইছ আল রেজুয়ান জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মেঘনা নদীতে একটি নৌকায় আনন্দ উল্লাস করতে দেখা যায়। এসময় নৌকাটি জব্দ করা হয়। এরপর নৌকায় থাকা কিশোরদের জিজ্ঞাসাবাদ ও সেখানে তল্লাশি চালানো হয়।

এসময় নৌকা থেকে তিনটি চাপাতি, সামুরাই ও কয়েকটি লোহা ও প্লাস্টিকের পাইপসহ দেশীয় অস্ত্র পাওয়া যায়।

পরে তাদের নৌ ফাঁড়িতে আটক রাখা হয়। আটকদের বিষয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।


সম্পর্কিত বিষয়:

শেখ হাসিনা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top