বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


হত্যার হুমকি নিয়ে মুখ খুললেন চমক


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০২

আপডেট:
১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০৩

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফুল ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিল দেশের প্রথম সারির অনেক তারকারা। তাদের একজন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। হাদির সুস্থতা কামনা ও ঘটনার নিন্দা জানিয়ে দেওয়া একটি পোস্টের জের ধরে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানান অভিনেত্রী।

চমক জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে তাকে। তার ব্যক্তিগত ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন। এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন চমক।

এ নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন অভিনেত্রী। জানান, তাকে এ পর্যন্ত কয়েক শতবার ফোন করা হয়েছে; তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি মনে করি আমি অন্তত দেশের জন্য কিছু করতে পেরেছি। আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, তাহলে এটি হবে আল্লাহর পক্ষ থেকে সুন্দর উপহার। এটি হবে শহিদি মৃত্যু।’

ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘অনেকেই আমাকে নিরাপদে থাকার কথা বলছেন। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। আমি এ নিয়ে চিন্তিত না। আমি যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের। আর আমি গুলি খাওয়ার ভয়ে বাসাতে বসেও থাকব না।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top