নড়াইলে সন্ত্রাসী হামলায় আহত ৪
প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২১ ০৫:৫৫
আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ১৬:৪৯

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাকা গ্রামে আধিপত্যকে কেন্দ্র করে শনিবার (১৬ আগষ্ট) রাত ৮ টার দিকে ৬ জনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা।
স্থানীয় সুত্রে জানা যায়, বাকা গ্রামের আখতার মোল্যা গ্রুপের সঙ্গে কামরুল মোল্যা (সাবেক মেম্বার) গ্রুপের দীর্ঘ দিন ধরে দন্ধ চলে আসছিল। শনিবার রাতে মিমাংসার কথা বলে দুই গ্রুপ বসাবসি হলে আখতার মোল্যা গ্রুপের লোকজন কামরুল মোল্যা গ্রুপের উপর অতর্কিতভাবে রামদা, চাপাতি দিয়ে কুপিয়ে বাকা গ্রামের আব্দুল্লাহ (৫৫), জিরু কাজি (৫৮), সুজন (৩০), মুমিন (৩০), রবিউলসহ (৫৫) আরও কয়েকজনকে মারাত্মক জখম করে। আব্দুল্লাহ, মুমিন ও রবিউলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় ডিবি পুলিশ ও থানা পুলিশ মোতায়েন আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: