সুনামগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত
প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২২ ০৩:০১
আপডেট:
১০ আগস্ট ২০২৫ ১৮:৩১

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হয়েছে এক যুবক। রোববার বিকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ১৮ বছর, নাম সোলমান আলী। তিনি দোয়ারাবাজার উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের আফতাব আলীর ছেলে।
পুলিশ জানায়, উপজেলার নরসিংপুর বাজারের সোনাইত্যা গ্রামের যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান গলিতে দাড়িয়ে থাকা যুবককে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সোলমান । পরে পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। রাত ৮ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করলেও, মামলার বিষয়ে কিছু জানা যায়নি।
এসএন/জুআসা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: