বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


এয়ার পিউরিফায়ারে আমদানি শুল্ক কমাল এনবিআর


প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৫ ১১:০৫

আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ১৯:২০

ছবি সংগৃহীত

দেশে বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এয়ার পিউরিফায়ারের মতো কার্যকর বায়ুদূষণ নিয়ন্ত্রণের সরঞ্জাম সহজলভ্য করতে এয়ার পিউরিফায়ারের আমদানিতে বিদ্যমান শুল্ক-কর হ্রাস ও প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এতে বলা হয়, বর্তমানে বিশ্বে বায়ুদূষণের শীর্ষে থাকা শহরের তালিকায় ঢাকা ও বাংলাদেশের অন্যান্য শহরের নাম রয়েছে। বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এয়ার পিউরিফায়ারের আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক (সিডি) ২৫% থেকে কমিয়ে ১০% নির্ধারণ এবং ৩% রেগুলেটরি শুল্ক (আরডি) ও ৫% আগাম কর (এটি) দেওয়া থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হলো।

এই অব্যাহতি দেওয়ার ফলে এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান মোট করভার ৫৮.৬০% হতে কমে সাড়ে ৩১%-এ নেমে এসেছে। প্রজ্ঞাপনের ফলে প্রতিটি এয়ার পিউরিফায়ারের আমদানি খরচ প্রকারভেদে ১,৫০০ টাকা হতে ৭ হাজার টাকা পর্যন্ত কমবে।

আমদানি ব্যয় কমার কারণে এয়ার পিউরিফায়ার জনগণের কাছে কমদামে সহজলভ্য হবে। এয়ার পিউরিফায়ারের বহুল ব্যবহার জনস্বাস্থ্যের ওপর বায়ুদূষণের বিরূপ প্রতিক্রিয়া প্রতিরোধে কিছুটা হলেও সহায়ক হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top