বাকৃবিতে বার্ষিক গবেষণা পরিকল্পনা কর্মশালার সমাপ্তি
প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২১ ০০:৫২
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৭:৪১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিউটের (বিএফআরআই) বার্ষিক গবেষণা পরিকল্পনা প্রণয়ন ২০২১-২২ শীর্ষক কর্মশালা শেষ হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দুই দিনব্যাপী এ কর্মশালার সমাপ্তি হয়।
জানা যায়, শুক্রবার সকাল ৯টায় শুরু হয়েছিল এই কর্মশালা। প্রথম সেশনে উদ্বোধন ও মূল বক্তব্য পেশ এবং ২য় সেশনে বিভিন্ন গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে মোট ৬৫টি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে প্রস্তাবিত প্রকল্প ৫৭টি এবং বহিঃসংস্থা থেকে প্রাপ্ত প্রকল্প ৮টি। এই গবেষণা প্রকল্পগুলোর মধ্যে ৩৯টি চলমান রয়েছে এবং ২৬টি নতুন প্রকল্প রয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস. এম রেজাউল করিম বলেন, ‘বাংলাদেশে মৎস্য সম্পদ আজ স্বয়ংসম্পূর্ণ। নতুন নতুন প্রযুক্তি ও গবেষণায় দেশের বিলুপ্তপ্রায় মৎস্য সম্পদ আজ সংরক্ষিত।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফআরআই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহসেনা বেগম।
আপনার মূল্যবান মতামত দিন: