আমিরকন্যার নতুন জিম
প্রকাশিত:
১৮ জুলাই ২০২০ ০০:৩০
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০০:০৮

বলিউড তারকাদের সন্তানদের প্রতি অনুরাগীদের আগ্রহের কমতি নেই। সুপারস্টার আমির খানের কন্যা ইরা খানও এর ব্যতিক্রম নন। তাঁর প্রতিটি পোস্টের দিকে নজর ভক্তদের। এবার নতুন জিম ভিডিও দিয়ে পেজ থ্রির পাতায় উঠে এলেন আমিরকন্যা।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বরাবরই ফিটনেস সচেতন ইরা খান। এবার তিনি জিমন্যাস্টিকস রিংয়ে ওঠার চেষ্টা করেছেন। সেই ভিডিও প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। ভিডিও দেখে ইরার বন্ধু গুলশান দেবাইয়া দুষ্টুমি করে বলেছেন, ‘যত ম্যাগি ক্যালরি আছে, সব দূর করে ফেলো!’
ইরা খান প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়ার্কআউট ভিডিও শেয়ার করেন। একবার তো তাঁর বাবা আমির খানও ওয়ার্কআউট ভিডিও দেখে অবাক হয়েছিলেন।
করোনাভাইরাসের কারণে ভারতে চলমান লকডাউনের কারণে অন্য অনেকের মতো ভোগান্তিতে পড়েছেন স্বাস্থ্যসচেতনরাও। তবে এতে করে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে ভুলছেন না তাঁরা। জিম বন্ধ থাকায় বরং ঘরে থেকে নিজেকে ফিট রাখার নানা পদ্ধতি অনুসরণ করছেন তাঁরা। আমির খানের কন্যা ইরা খান ফিটনেস প্রশিক্ষক ডেভিড পোজনিকের ভার্চুয়াল তত্ত্বাবধানে নিজের ওয়ার্কআউটের রুটিন ঠিক রাখছেন। সেই ভিডিও হালে অন্তর্জালে ঝড় তুলেছিল।
আপনার মূল্যবান মতামত দিন: