বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


অভিষেকের আগে ঐশ্বরিয়ার গাছের সঙ্গে বিয়ে


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২২ ০১:২০

আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ০০:৪২

 ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া ২০০৭ সালে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। সেই হাইপ্রোফাইল বিয়েতে সংবাদমাধ্যম উঁকি পর্যন্ত দিতে পারেনি। তাই আগ্রহ ছিল তুঙ্গে। বিয়ের আগে কয়েক মাস থেকে পরের কয়েক মাস- বিয়ে ঘিরে জল্পনাও ছিল অনেক বেশি। সেই সঙ্গে রটনাও। সে সময় শোনা গিয়েছিল, অভিষেকের সঙ্গে বিয়ের আগে বারাণসীতে গাছের সঙ্গে বিয়ে হয়েছিল ঐশ্বরিয়ার।এ বিষয়ে বিয়ের এক বছরের মাথায় নিজেই জবাব দিয়েছিলেন অভিনেত্রী।

বিয়ের এক বছর পর ২০০৮ সালে একটি সাক্ষাৎকারে এই গুজব নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করে ঐশ্বরিয়া জানিয়েছিলেন, বিদেশে গিয়েও এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাকে। অনেকে জিজ্ঞেস করেছিলেন, “‘তুমি কি অভিশপ্ত?”

সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, এ রকম গুজব যে রটতে পারে, তার কি কোনও ধারণাই ছিল না? জবাবে ঐশ্বরিয়া বলেছিলেন, “কিছুটা প্রত্যাশিত ছিল। কিন্তু তা বলে এতটা নয়।”

এরপরেই গাছের সঙ্গে বিয়ের প্রসঙ্গে ঐশ্বরিয়া জানিয়েছিলেন, “ওই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি হয়েছিল। তার মতে, এতটা করার কোনও প্রয়োজন ছিল না। ওই একটা গুজবের জন্য যত কাগজ ও কালি খরচ হয়েছে, টিভি শোয়ে যত বিতর্ক হয়েছিল, তার কোনও প্রয়োজন ছিল না। পরিবার হিসেবে তারা খুবই নিবিড়। তাদের পরিবারের প্রত্যেক সদস্যই দিন রাত লোকসমক্ষে থাকেন। তারপরেও এই ঘটনা নিয়ে তারা ব্যক্তিগতভাবে মুখ খুলেননি। বরং সেই দায়িত্ব দিয়েছিলেন পরিবারের প্রধান, বাবাকে (অমিতাভ বচ্চন)। বাবাই সংবাদমাধ্যমকে জবাবটি দিয়েছিলেন।”অমিতাভ বচ্চন গাছের সঙ্গে ঐশ্বরিয়ার বিয়ের অভিযোগ উড়িয়ে তিনি জানিয়েছিলেন, এ সব কুসংস্কারে তার পরিবার বিশ্বার করে না। এমনকি, ঐশ্বরিয়ার জন্মকুণ্ডলীও তাদের পক্ষ থেকে চাওয়া হয়নি। এরপরই বিগ বি জানান, “যে গাছের সঙ্গে ঐশ্বরিয়ার বিয়ে হয়েছিল, দয়া করে তাকে দেখানোর জন্য। ঐশ্বরিয়ার সঙ্গে এক মাত্র তার ছেলেরই বিয়ে হয়েছিল। আর অভিষেক নিশ্চয়ই গাছ নয়।”


সম্পর্কিত বিষয়:

অভিনেত্রী ঐশ্বরিয়া

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top