বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


সামান্থার পর এবার জটিল রোগে আক্রান্ত বরুণ


প্রকাশিত:
৬ নভেম্বর ২০২২ ০১:৫৫

আপডেট:
৬ নভেম্বর ২০২২ ০১:৫৬

ছবি সংগৃহিত

কিছুদিন আগে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু জানান, তিনি ‘মায়োসাইটিস’ নামক বিরল রোগে আক্রান্ত। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এবার জানা গেল, বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানও ‘ভেস্টিবুলার হাইপোফাংশন’ নামক জটিল রোগে আক্রান্ত। এক সাক্ষাৎকারে নিজেই জানান ব্যাপারটি।

এদিকে চলতি নভেম্বরেই শুটিং ফ্লোরে যাওয়ার কথা ছিল বরুণ-সামান্থা অভিনীত ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর হিন্দি সংস্করণ। দুজনের অসুস্থতার কারণে স্বাভাবিকভাবেই শুটিং পেছাতে বাধ্য হচ্ছেন সিরিজ সংশ্লিষ্টরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বরুণ জানান, তিনি হঠাৎই একেবারে স্তব্ধ হয়ে যান। শুধু তাই নয়। অভিনেতার কথায়, ‘‘কোভিড পরবর্তী সময় হঠাৎ সকলেই সেই ইঁদুর দৌড়ে ছুটতে শুরু করে দিয়েছে। আমিও তাই করেছিলাম। ‘যুগ যুগ জিও’ ছবির প্রচারের সময় আমার অনুভূতি হচ্ছিল যেন ভোটের প্রচারে বেরিয়েছি। খালি ছুটেই চলেছি আমরা।’’

‘ভেস্টিবুলার হাইপোফাংশন’ সম্পর্কে যতদূর জানা যায়, ভেস্টিবুলার সিস্টেমে গোলমাল হলেই ভার্টিগোর সমস্যা দেখা যায়। যেকোনো সময় শরীরের ভারসাম্য বিগড়ে যেতে পারে। যেসব স্নায়ু দেহের ভারসাম্য রক্ষা করে তা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের এই অংশ (ভেস্টিবুলার সিস্টেম)। বরুণের এই সিস্টেমে গোলমাল দেখা দিয়েছে। এর জন্য সিনেমার কাজ থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি।

আপতত সব দৌড়ঝাঁপ বন্ধ করে দিয়েছেন বরুণ ধাওয়ান। অভিনেতা বলেন, “আমি জানতাম না আমার সঙ্গে ঠিক কী ঘটছে। আমার একটা সমস্যা দেখা দিয়েছে, যেটাকে বলে ‘ভেস্টিবুলার হাইপোফাংশন’। মূলত এই রোগে শরীরের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হয়। তার মধ্যেই আমি মারাত্মক পরিশ্রম করে ফেলেছি। কারণ আমরা সবাই দৌড়াচ্ছি, কেউ জানতে চাইছে না কেন। আমাদের সবার এইখানে থাকবার একটা নির্দিষ্ট কারণ রয়েছে, আমি সেই কারণটা খোঁজার চেষ্টা করছি।”

উল্লেখ্য, ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে বরুণ ধাওয়ানের আসন্ন ছবি ‘ভেড়িয়া’। অমর কৌশিক পরিচালিত এই ছবিতে বরুণের সঙ্গে দেখা যাবে কৃতি শ্যানন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও জাহ্নবী কাপুরের সঙ্গে ‘বাওয়াল’ ছবিতেও দেখা যাবে বরুণকে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top